টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র শিক্ষককের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন

নিজস্ব সংবাদদাতা ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষককের ওপর হামলার প্রতিবাদে সোমবার ক্লাস বর্জন কর্মসূচী পালন করেছে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। হামলার ঘটনায় গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গত রবিবার ক্রিকেট খেলার মাঠে বল নিক্ষেপ করাকে কেন্দ্র করে গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র তৌহিদুল ইসলাম তুহিনের সাথে একই স্কুলের দশম শ্রেনীর ছাত্র ফারহান খানের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। সোমবার সকালে শ্রেনী শিক্ষক প্রবীর মিত্র উভয়ের সাথে বিষয়টি মীমাংসা করে দেন। স্কুলের প্রধান শিক্ষক মফিজুর রহমান খান জানান, গতকাল সোমবার সকাল ১০টার দিকে স্কুল মাঠে প্যারেড চলাকালীন সময় ফারহান খানের চাচা পিন্টু খান ৭/৮ জন সহযোগীকে নিয়ে স্কুল মাঠে প্রবেশ করে নবম শ্রেনীর ছাত্র তৌহিদুল ইসলাম তুহিনকে বেদম মারধর করে। এ সময় স্কুলের শ্রেনী শিক্ষক প্রবীর মিত্র এগিয়ে আসলে পিন্টু খান তাকেও মারধর করে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে অনিদৃষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচী ঘোষনা  করেন। খবর পেয়ে গৌরনদী থানার ওসি আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি রাজু আহম্মেদ হারুন বাদি হয়ে পিন্টু খানের নাম উলে¬খসহ অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে ওইদিন দুপুরে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছেন। ওসি আবুল কালাম হামলা ও মামলার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের জোর চেষ্টা চলছে।