মৃত্যু আতংকে সরিকল ইউপি চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা ॥ চাঁদা দাবি, ১৫টি মিথ্যে মামলা দিয়ে হয়রানী ও সাত দিনের মধ্যে হত্যার হুমকির মুখে এখন প্রতিনিয়ত আতংকের মধ্যে রয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার সর্বহারা ও হিজবুত তওহীদ অধূষ্যিত সরিকল ইউনিয়ন পরিষদের পর পর দু’বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর হোসেন মিলন।

গতকাল সোমবার সন্ধ্যায় তিনি (চেয়ারম্যান) গৌরনদী প্রেসক্লাবে উপস্থিত হয়ে অভিযোগ করেন, একই ইউনিয়নের কতিপয় প্রভাবশালীরা বিগত তিন বছরে কুরিরচর গ্রামের মনির হোসেন সরদারসহ অন্যান্যদের বাদি করে হয়রানির উদ্দেশ্যে তার বিরুদ্ধে ১৫টি মিথ্যে মামলা দায়ের করিয়েছেন। বর্তমানে তিনি প্রতিটি মামলায়ই জামিনে রয়েছেন। এছাড়াও নামে বেনামে একাধিক মোবাইল ফোন থেকে তার (চেয়ারম্যানের) কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করা হয়। গত রবিবার (১২ ফেব্র“য়ারি) দুপুরে চেয়ারম্যান উপজেলা পরিষদে অফিসিয়াল কাজের জন্য আসলে আওয়ামীলীগ কর্মী মনির সরদার চেয়ারম্যানে সাথে আসা জনৈক জালাল বেপারীর ওপর অর্তকিত ভাবে হামলা চালায়। জালালের ডাকচিৎকারে চেয়ারম্যান এগিয়ে আসলে মনির তার ওপরও হামলা চালাতে উদ্বত্ত হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। অভিযোগে আরো জানা গেছে, মনির আগামি সাত দিনের মধ্যে চেয়ারম্যানকে হত্যার হুমকি প্রদান করে বীরদর্পে স্থান ত্যাগ করে। হুমকির মুখে চেয়ারম্যান মিলন এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ ঘটনায় চেয়ারম্যান বাদি হয়ে ওইদিনই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।