বরিশালের ধান গবেষনা ইনষ্টিটিউট এলাকা থেকে ভূয়া লেঃ কমান্ডার আটক

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল র‌্যাব-৮’র সদস্যরা বৃহস্পতিবার রাতে নগরীর ধান গবেষনা ইনষ্টিটিউট এলাকা থেকে এক ভূয়া লেঃ কমান্ডারকে আটক করেছে। এসময় তার কাছ থেকে নগদ টাকা, ভূয়া আইডি কার্ড ও সামরিক বাহিনীর পোষাকসহ নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে বারোটার দিকে ধান গবেষণা ইনষ্টিটিউটের একটি রেষ্ট হাউজ থেকে ভূয়া লেঃ কমান্ডার মোঃ রিজভী ফেরদৌস খান ওরফে আব্দুর রহিম খানকে (২৯) আটক করা হয়। সে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজিয়াকাঠি গ্রামের মৃত আব্দুস সাত্তার খানের পুত্র। তার কাছ থেকে উদ্ধার হওয়া সরঞ্জামাদীর মধ্যে রয়েছে-ডিজিএফআই এর উপ-পরিচালকের দু’টি আইডি কার্ড, একটি র‌্যাব লেখা প্লেট, চার্জারসহ একটি ওয়াকিটকি কেনউড সেট, একটি র‌্যাব টাই, বিমান বাহিনীর একটি চশমা, জ্যাকেট, ট্রাউজার ও র‌্যাংক ব্যাজ, কভারসহ একটি খেলনা পিস্তল, ৪ টি মোবাইল সিম কার্ড, একটি পেন ড্রাইভ, সেনাবাহিনীর একটি কোট কভার, একটি ব্রিফ কেস, একটি রোড পারমিট সনদপত্র, দু’টি বিআরটিএ রেজিষ্ট্রেশন সনদপত্র, নৌ-বাহিনীর একটি লাইভ জ্যাকেট এবং নগদ ৫৬ হাজার ৫’শ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা নগরীর ধান গবেষণা ইনষ্টিটিউটের রেষ্ট হাউজের ২নং ভিআইপি কক্ষে অভিযান চালিয়ে ভূয়া লেঃ কমান্ডার রিজভী ফেরদৌস খান ওরফে আব্দুর রহিম খানকে আটক করা হয়।

ভূয়া লেঃ কমান্ডারের স্বীকারোক্তির বরাত দিয়ে র‌্যাব সূত্রে আরো জানা গেছে, আটককৃত ভূয়া লেঃ কমান্ডার দীর্ঘদিন থেকে বিভিন্নস্থানে নিজেকে কখনো ডিজিএফআই-এর উপ- পরিচালক, কখনো র‌্যাব-৮ এর কর্মকর্তা, কখনো নৌ-বাহিনীর লেঃ কমান্ডার এবং সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারনা করে আসছে।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহিদুজ্জামান জানান, এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে মামলা দায়ের করেছে।