নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী আলী আহম্মদ। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় ঐক্য পরিষদের লস্কর নুরুল হক।
নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট ভানু রঞ্জন দাস জানান, গত ১৬ ফেব্র“য়ারি সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের মাধ্যমে চারদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী আলী আহম্মদ ৩৩০ ভোট এবং আওয়ামীলীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় ঐক্য পরিষদের লস্কর নুরুল হক ৩৬৯ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার নির্বাচন কমিশন ভোটের ফলাফল ঘোষনা করেন। ফলাফলে ১১টিতে সম্মিলিত আইনজীবী সমন্বয় ঐক্য পরিষদ ও পাঁচটিতে চারদলীয় আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
নির্বাচিতরা হলেন সহসভাপতি নির্বাচিত সৈয়দ ওবায়দুল্লাহ সাজু, সৈয়দ জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক শেখ হুমায়ুন কবির, যুগ্ন সম্পাদক আতিকুর রহমান রিয়াজ, শওকত জাহাঙ্গীর, সদস্যরা হলেন শামসুন্নাহার মুক্তি, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, ইব্রাহিম খলিল। এছাড়াও নির্বাচন উপ-পরিষদে নির্বাচিত হয়েছেন টিপু সুলতান, এম. এ জলিল, মামুন চৌধুরী, গোলাম অশোক ও আবুল কালাম আজাদ ইমন।
উল্লেখ্য, সভাপতি পদে পরাজিত প্রার্থী হলেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এ্যাডভোকেট শান্তি রঞ্জন চক্রবর্তী এবং সম্পাদক পদে চারদলীয় আইনজীবী ঐক্য পরিষদের এ্যাডভোকেট মহসিন মন্টু।