বরিশাল শহীদ মিনারে একুশের পাঁচদিনব্যাপী অনুষ্ঠান শুরু

নিজস্ব সংবাদদাতা ॥ অমর একুশে ফেব্র“য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ শুক্রবার ১৭ ফেব্র“য়ারি থেকে আগামি ২১ ফেব্র“য়ারি পর্যন্ত পাঁচদিনব্যাপী কর্মসূচী শুরু করেছে।

শুক্রবার বিকেলে আলোচনা সভা, চিত্রাংঙ্কন প্রতিযোগীতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচীর শুভ সূচনা করা হয়। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে অনুষ্ঠান শুরু হবে। এছাড়া ২১ ফেব্র“য়ারি রাতে শহীদ মিনার চত্বরে একজন সাংস্কৃতিক ব্যক্তিকে পদক প্রদান করা হবে। এবার সমন্বয় পরিষদ প্রবর্তিত শহীদ আলতাফ মাহমুদ পদক পাচ্ছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আল সাইদ নান্টু।

অপরদিকে একুশ উপলক্ষে বরিশাল জেলা প্রশাসক জাতীয় কর্মসূচীর আলোকে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।