আর্কাইভ

গৌরনদীতে মানবাধিকার ইউনিটির নবগঠিত কমিটির পরিচিতি সভা

গৌরনদী সংবাদদাতা ॥ জাতীয় মানবাধিকার ইউনিটির বরিশালের গৌরনদী উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের ক্যাম্পাসে অনুষ্ঠিত পরিচিতি সভায় নবগঠিত কমিটির সভাপতি শিল্পী ও সাংবাদিক আমিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি ছানাউল হক পনু। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিটির সম্পাদক ও জেলা কমিটির সভাপতি কে.এম শোয়েব জুয়েল, বিভাগীয় সহসম্পাদক আকতারুজ্জামান রনি, মহিলা বিষয়ক সহসম্পাদক ইসরাত জাহান মুনা, জেলা সাংগঠনিক সম্পাদক কে.এম সায়েম।

বক্তব্য রাখেন উপজেলা কমিটির সাধারন সম্পাদক আব্দুস সালেক মামুন, সহসভাপতি কাজী সফিকুর ইসলাম স্বপন, তাজবিরুল মোহসিন, ডলি রানী বণিক, চন্দ্র শেখর দাস, প্রকাশনা বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম, ক্রীড়া সম্পাদক সোহাগ ভূঁইয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হেপী বিশ্বাস, সমাজ কল্যান বিষয়ক সম্পাদিকা কাজী আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা রোকেয়া বেগম কেয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খলিফা শওকত উল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শাহিন প্রমুখ। শেষে মানবাধিকার কমিটির শিল্পীবৃন্দের সমন্ময়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

Back to top button