মানুষের কথা বলার অধিকার ফেরাতে হবে -মির্জা ফখরুল

খোন্দকার কাওছার হোসেন ॥ বর্তমান সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে বলে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দিবসে সেই কথা বলার অধিকার পুনপ্রতিষ্ঠা করার শপথ প্রহণ করা উচিৎ।
গতকাল মঙ্গলবার সকালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের একথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর সদস্য সচিব আব্দুস সালাম, যুবদল সভাপতি এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, অতীতে আমরা যখনই ক্ষমতায় ছিলাম, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাড়ানোর পদক্ষেপ নিয়েছি। ভবিষ্যতে আবার ক্ষমতায় গেলে আমরা এ বিষয়ে আরো পদক্ষেপ নেব।

শহীদ মিনারে ফুল দেয়ার ক্ষেত্রে এবার বিশৃঙ্খলা হচ্ছে- এমন অভিযোগ করে তিনি বলেন, গত রাতেও আমরা দেখেছি, এবার ফুল প্রদানে কোনো শৃঙ্খলা নেই। সকালেও একই অবস্থা। আমরা দুই ঘণ্টা যাবত লাইনে দাঁড়িয়েছিলাম। মাঝখান থেকে অনেকে ভিতরে ঢুকে যাচ্ছিল। এ রকম বিশৃঙ্খলা অন্য বছর দেখিনি।