পুলিশ নিজেদের পরিবর্তন করতে না পারলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবেনা -অতিরিক্ত মহাপরিদর্শক

উম্মে রুমান, বরিশাল ॥ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোখলেছুর রহমান বিপিএম বলেছেন, অবসরে যাওয়ার পর আর কোনো দিন পুলিশের সংস্পর্শে আসবো না। বৃহস্পতিবার বরিশালে কমিউনিটি পুলিশিং নিয়ে এক মতবিনিময় সভায় তিনি অঙ্গীকারমূলক উক্তি করেন। তবে তার এ উক্তির কোনো ব্যাখ্যা দেননি তিনি।

পুলিশ রিফর্ম প্রোগ্রামের (পিআরপি) আওতায় পুলিশকে ঢেলে সাজাতে এবং পুলিশের কার্যক্রম আরও কার্যাকর করার লক্ষ্যে বৃহস্পতিবার বরিশাল পুলিশ লাইন্সে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি জনপ্রতিনিধিদের কাছে জেলার থানাগুলো এবং সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে জানতে চান। এ সময় জনপ্রতিনিধিরা পুলিশের ভূয়সী প্রশংসা করেন। এর পরিপ্রেক্ষিতে অতিরিক্ত মহাপরিদর্শক বলেন, পুলিশের কাজকর্ম যদি ভালোই হবে তবে কেন পত্রপত্রিকা তাদের বিরুদ্ধে লিখছে। পুলিশকে মানুষ ভয় পায়। কিন্তু তাদের জনগণের বন্ধু হতে হবে। তারা নিজেদের পরিবর্তন করতে না পারলে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। এরপরই অবসরে যাওয়ার পর পুলিশের সংস্পর্শে না আসার অঙ্গীকার ব্যক্ত করেন মো. মোখলেছুর রহমান বিপিএম। পিআরপির প্রকল্প পরিচালক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বলেন, মানুষ যাতে ন্যায়বিচার পায়, পুলিশের মাধ্যমে যাতে হয়রানি না হয় এ জন্যই পিআরপির এ উদ্যোগ।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- বরিশাল রেঞ্জের ডিআইজি ডা. আঃ রহিম ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান, মুলাদীর জনপ্রতিনিধি নাজনীন আক্তার রেবা, বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক কাউন্সিলর পলি বেগম প্রমুখ। এছাড়া বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।