সুইজারল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত

আকন আজাদ, জুরিখ সুইজারল্যান্ড ॥ বিশ্বের ১৮৮টি দেশের ন্যায় সুইজারল্যান্ডে যথাযোগ্য মর্যাদায় ৬০তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সুইজারল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিতহয়েছে। ভাষা দিবস উপলক্ষে গত ২১ ফেব্র“য়ারির প্রথম প্রহরে মানুষের ঢল নেমে ছিল বাঙালী অধ্যুষিত জুরিখের অস্থায়ী শহীদ মিনারে।

বুকে কালোব্যাজ, মাথায় একুশের ফিতা বেঁধে ও জাতীয় পতাকা হাতে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি-আমি কি ভুলিতে পারি” গান গাইতে গাইতে সবাই আসে শহীদ মিনারে। শিশু, কিশোর-কিশোরীদের গালে আঁকা ছিল শহীদ মিনারের আল্পনা। প্রগতিশীল সুইজ বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ভাষা দিবসের নানা অনুষ্ঠান। এ উপলক্ষে আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইদিন বাঙালীদের মিলন মেলায় পরিনত হয়েছিল শহীদ মিনার এলাকা। শুধুমাত্র বাঙালীরাই নন সেদিন শহীদ মিনারে ফুল দিতে এসেছিলেন সুইজারল্যান্ডের বহু নাগরিক।

বাংলাদেশীদের ন্যায় সেদিন শহীদদের স্মরনে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল দিতে এসেছিলেন সুইজারল্যান্ডের ইউনিভারসিটির কয়েকজন শিক্ষক, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। ভাষার জন্য বিশ্বে একমাত্র বাংলাদেশী তরুনেরা জীবন দিয়েছেন। এ জন্য বাঙালীদের তারা গর্বিত জাতি হিসেবে আখ্যা দেন। শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুইজ প্রবাসী আকন্দ আজাদ, আসলাম বিল্লাল, সাইদ হোসেন খোকন, জামাল হোসেন, দেওয়ান সেলিম, তুষার আহম্মেদ, ইকবাল মোল্লা, গাজী শহীদ, সাইদুর রহমান প্রমুখ।