নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর নাট্য সংগঠন ‘নাট্যম’ এর এক যুগপূর্তি উপলক্ষে পাঁচদিনব্যাপী ‘নাট্যম যুগপূর্তি নাট্যোৎসব’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিসিসি মেয়র এ্যাডভোকেট শওকত হোসেন হিরন। নাট্যমের সভাপতি এনায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বক্তব্য রাখেন বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য সৈয়দ দুলাল, সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষ, নাট্যমের সাধারন সম্পাদক বাসুদেব ঘোষ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর পরই নাট্যম-এর পরিবেশনায় নাটক ‘তিলক’র মঞ্চস্থ্য করা হয়। আজ শনিবার (২৫ ফেব্র“য়ারি) বরিশালের পঞ্চসিঁড়ি গ্র“প থিয়েটার মঞ্চস্থ্য করবেন নাটক ‘তারতুফ’। আগামিকাল রবিবার (২৬ ফেব্র“য়ারি) রাজধানীর সময় গ্র“প থিয়েটার মঞ্চস্থ্য করবেন নাটক ‘শেষ সংলাপ’। সোমাবার (২৭ ফেব্র“য়ারি) নাট্যমের পরিবেশনায় নাটক শাইলক এন্ড সিকোফ্যান্টস মঞ্চস্থ্য করা হবে। মঙ্গলবার (২৮ ফেব্র“য়ারি) সমাপনী অনুষ্ঠানে শব্দাবলী থিয়েটার নাটক ‘ফনা’ মঞ্চস্থ্য করবে।