নিজস্ব সংবাদদাতা ॥ অপহরনের ছয়দিন পরেও উদ্ধার হয়নি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী আফসানা আক্তার সুমী।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বাটাজোর ইউনিয়নের ইউপি সদস্য লক্ষণকাঠী গ্রামের মায়া বেগমের কন্যা ও কলেজ ছাত্রী আফসানা আক্তার সুমী (১৬)। গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথিমধ্যে উপজেলার হাজীপাড়া গ্রামের হাবিব সরদারের পুত্র সোহেল সরদার নেতৃত্বে তার ৩/৪ জন সহযোগীরা সুমীকে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতা সুমীর মা মায়া বেগম, বাদি হয়ে গত ২১ ফেব্রুয়ারি গৌরনদী থানায় একটি অপহরন মামলা দায়ের করেন।