আর্কাইভ
সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকান্ড – বরিশালে সাংস্কৃতিক সংগঠনের মানববন্ধন
নিজস্ব সংবাদদাতা ॥ সাংবাদিক দম্পত্তি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকান্ডের বিচারের দাবিতে শনিবার সকালে বরিশালে মানববন্ধন করেছেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দরা। সকাল ১০ টায় নগরীর অশ্বীনি কুমার টাউন হলের সামনে মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম ইকবাল, গণফোরাম নেতা হিরন কুমার দাস, মানবাধিকার কর্মী জীবন কুমার দে, মহিলা পরিষদ নেত্রী পুস্প চক্রবর্তী, সাবেক মহিলা কাউন্সিলর নিগার সুলতানা হনুফা প্রমূখ।