আর্কাইভ

আগৈলঝাড়ায় শিক্ষক পরিবারের তিনজনকে অজ্ঞান করে সর্বস্ত্র লুট

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের বুধার গ্রামের এক স্কুল শিক্ষকের পরিবারের তিনজনকে অজ্ঞান করে সর্বস্ত্র লুট করে নিয়েছে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।

জানা গেছে, ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক চিত্ত রঞ্জন মন্ডল প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে। ওই খাবার খেয়েই পরিবারের তিন সদস্য অচেতন হয়ে পরে। এ সুযোগে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা স্কুল শিক্ষকের ঘরের নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। গতকাল শনিবার সকালে বাড়ির লোকজনে অচেতন অবস্থায় গৃহকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষক চিত্ত রঞ্জন মন্ডল, তার স্ত্রী সবিতা মন্ডল ও এস.এস.সি পরীক্ষার্থী পুত্র ঘনশ্যাম মন্ডলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে থানার এস.আই জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

Back to top button