গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মোড়াকাঠী গ্রামের ইউপি সদস্য জিয়া আমীন রাঢ়ীকে গৌরনদী থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়।
গৌরনদী থানার এস.আই মোঃ আবুল হোসেন জানান, একটি দস্যুতা মামলায় ইউপি সদস্য জিয়া আমীনকে রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে। অপর একটি সূত্রে জানা গেছে, বাটাজোর গ্রামের বাসিন্দা ও ঢাকার বায়তুল মোকারক মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী বাবুল বেপারীর বসত ঘরে সংঘঠিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনার সাথে গ্রেফতারকৃত ইউপি সদস্য জড়িত রয়েছে। পুলিশ ওই ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে জিয়া আমীনকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছে।