আর্কাইভ

নগরীর কলেজ রোডে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে থাই ফিটিং শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর কলেজ রোডে সোমবার বিদ্যুতপৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক মারা গেছে। নিহতের নাম মোঃ জাফর (৩৫)। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত জাফর নগরীর গনপাড়া এলাকার বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেনের পুত্র। পেশায় একজন থাই ফিটিং মিস্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১ টার দিকে কলেজ রোডের মোঃ খোকনে নির্মণাধীন ভবন নবমীর নিচতলা থেকে তৃতীয় তলায় ফিটিংসের মালামাল উত্তলোনের সময় ভবনের পাশে থাকা বিদ্যুৎ লাইনের সাথে থাই’র মালামালের স্পর্শ হয়ে জাফর বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। অন্যান্য নির্মাণ শ্রমিকরা প্রথমে জাফরকে আম্বিয়া মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে দুপুর বারেটার দিকে জাফরকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা জাফরকে মৃত বলে ঘোষনা করেন।

আরও পড়ুন

Back to top button