আগৈলঝাড়ার ৫ইউনিয়নের গ্রাম উন্নয়নের অবস্থা নাজুক

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ আগৈলঝাড়া উপজেলার ৫ টি ইউনিয়নের সাধারণ মানুষের যোগাযোগের ক্ষেত্রে গ্রামের রাস্তা গুলি অবহেলিত অবস্থায় এখনো পরে আছে। বর্ষার মৌসুম এলে পানিতে অনেক রাস্তাই হাটু জলে পরিণত হয়। বর্তমান সরকারের হাটি হাটি পা পা করে ৩টি বছর ইতোমধ্যে অতিবাহিত হলেও অনেক গ্রামের গুরুত্বপূর্ণ যোগাযোগ রাস্তা অউন্নয়ন অবস্থায় পরে থাকায় পথচারীদের মাঝে চাঁপা ক্ষোভ বিরাজ করছে। পার্শ্ববর্তী উপজেলা গৌরনদীর চেয়ে এ উপজেলায় গ্রাম উন্নয়নে বরাদ্দ কম থাকায় আগৈলঝাড়ার অবহেলিত রাস্তাগুলি চলাচলের অনুপযোগি হয়ে পরেছে। উপজেলার ৫ টি ইউনিয়নের গ্রামের রাস্তা গুলির পার্শ্ববর্তী উপজেলা থেকে অনেক পিছিয়ে রযেছে। এ উপজেলায় ৫ টি ইউনিয়নের মধ্যে গৈলা, রাজিহার, বাকাল, বাগধা ও রত্নপুর ইউনিয়নের কাঁচা রাস্তা গুলি বর্ষার মৌসুমে যোগাযোগে জনগণ ভোগান্তির শিকার হয়। বিগত চারদলীয় ঐক্যজোট সরকার ক্ষমতা গ্রহণের পর যেভাবে এই রাস্তাগুলি অবহেলিত অবস্থায় রেখে গেছেন বর্তমান সরকারও এখন পর্যন্ত সুদৃষ্টি না দেওয়ায় অবহেলিত অবস্থায় পরে আছে।

এব্যাপারে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ আহবায়ক ইউসুফ হোসেন মোল্লা বলেন, অবহেলিত কাঁচা রাস্তাগুলির জন্য ইতোমধ্যে উন্নয়নের বিভিন্ন প্রজেক্ট দেওয়া হয়েছে।