গৌরনদীতে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন – বিসিবি’র গঠণতন্ত্রের সংশোধনীকে সাধুবাদ জানিয়েছেন বিসিসির মেয়র

নিজস্ব সংবাদদাতা ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারন সভায় দেশের সাতটি বিভাগকে সাতটি আঞ্চলিক সংস্থায় ভাগ করাসহ বিসিবি’র গঠনতন্ত্রে আনা সংশোধনীকে সাধুবাদ ও সংশ্লিষ্টদের গৌরনদীতে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনধন্যবাদ জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট শওকত হোসেন হিরন।

আজ শুক্রবার বিকেলে এক বিবৃতিতে বিসিসি’র মেয়র বলেন, আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নে স্বার্থে আরো আগেই আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন করা উচিত ছিল। তারপরেও বিসিবি’র সভায় গঠনতন্ত্রে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের বিষয়টি নতুন ভাবে সংযোজিত হওয়ায় স্থানীয় ক্রীড়া সংগঠক খেলোয়ারসহ কর্মকর্তারা যেমন মূল্যায়িত হবেন তেমনি ক্রিকেটের মানও উন্নয়ন হবে। বিসিবি’র গঠণতন্ত্রে সংশোধনীর মাধ্যমে বিভাগগুলোকে আঞ্চলিক সংস্থায় ভাগ করে তাদের হাতে দায়িত্ব তুলে দেয়ার যে সিদ্ধান্ত বিসিবি’র সাধারন সভা হয়েছে তা বাস্তবায়িত হলে এখানকার স্বায়ত্তশাসিত সংস্থা আরো ভালো খেলোয়াড় নির্বাচনসহ দেশের ক্রিকেটেরমান উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারবে বলেও মেয়র হিরন আশাবাদ ব্যক্ত করেন।