উজিরপুরের সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনার ৫২ ঘন্টা পরেও নিখোজ ব্যক্তিদের সন্ধান মেলেনি

বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনার ৫২ ঘন্টায় পেরিয়ে গেলেও নিখোঁজ দু’যাত্রীর সন্ধ্যান এখনো মেলেনি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সন্ধ্যা নদীতে তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে।
উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রিয় সিন্ধু তালুকদার জানান, শুক্রবার রাত আটটার দিকে ঝড়ো বাতাসের কবলে পরে যাত্রীবাহী ১টি ট্রলার সন্ধ্যা নদীর উজিরপুরের চৌধুরীরহাট লঞ্চঘাটের সন্নিকটে ডুবে যায়। দূর্ঘটনা কবলিত ট্রলারের যাত্রী শওকত হোসেন জানান, বানারীপাড়া উপজেলার দক্ষিন লস্করপুর ট্রলারঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহি ট্রলার ডুবির ঘটনায় অধিকাংশ যাত্রীরা সাতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও ঢাকার ব্যবসায়ী ও দক্ষিন লস্করপুর গ্রামের আব্দুল হালিম আকন (৪৫) সহ অজ্ঞাতনামা পরিচয়ে এক যুবক (২২) নিখোঁজ রয়েছেন। উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ জানান, দুর্ঘটনার ৫২ ঘন্টা পেরিয়ে গেলেও নিখোঁজ যাত্রীদের এখনো সন্ধ্যান পাওয়া যায়নি। প্রশাসনের উদ্যোগে তল্ল¬¬াশী অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।