গৌরনদীতে রাতের আধাঁরে একাধিক শক্তিশালী বোমা বিস্ফোরন ॥ আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা ॥ বারিশালের গৌরনদী পৌর সদরে রবিবার গভীর রাতে দু’দফায় সাতটি শক্তিশালী বোমা বিস্ফোরনের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। বোমার বিকট শব্দে গোটা এলাকা প্রকম্পিত হয়ে উঠে। ঘটনার একদিন পেরিয়ে গেলেও পুলিশ বোমা বিস্ফোরনের রহস্য উদ্ঘাটন করতে না পারায় এলাকাবাসির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসিরা জানিয়েছেন টেন্ডার বাজিকে কেন্দ্র করে যুবলীগের দু’গ্র“পের অভ্যন্তরিন কোন্দলের জেরধরে শক্তিপরীক্ষার মহড়া হিসেবে এ বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত এগারোটার দিকে গৌরনদী উপজেলা পরিষদ গেটে পর পর তিনটি ও রাত একটার দিকে পৌর এলাকার উত্তর বিজয়পুর বাদামতলা জামে সমজিদের সন্নিকটে একই ভাবে চারটি বোমা বিস্ফোরিত হয়। এসময় বাদামতলা জামে মসজিদে তাবলিগ জামায়াতের মুসুল্লীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। প্রাণভয়ে তারা দিগ¦বিদিক ছোঁটাছুটি করে। বোমার বিকট শব্দে উপজেলা সদর এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। উপজেলা পরিষদের একাধিক ব্যবসায়ীরা জানান, রবিবার রাত এগারোটার দিকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পর পর তিনটি শক্তিশালী হাত বোমা বিস্ফোরন ঘটায়। তাবলিগ জামায়াতের মুসুল্লী মোঃ কাওসার হোসেন জানান, রাত একটার দিকে মসজিদ সংলগ্ন গাছের সাথে পর পর শক্তিশালী চারটি বোমা বিস্ফোরন ঘটনায়। এসময় মসজিদে থাকা ১৫/২০ জন মুসুল্লীরা আতঙ্ক ছোটাছুটি করে। নামপ্রকাশ না করার শর্তে একাধিক পৌরবাসীরা জানান, গত বৃহস্পতিবার গৌরনদী উপজেলা পরিষদের মাসিক সমন্ময় পরিষদের সভায় টেন্ডারবাজিকে কেন্দ্র করে যুবলীগের দু’ গ্র“পের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এরজের ধরে ছয়টি মটরসাইকেল, যুবলীগ অফিস ও আশোকাঠী ফিলিংশ ষ্টেশন ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় পাল্টপাল্টি ভাবে দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় যুবলীগের দু’গ্র“প মুখোমুখী অবস্থান নিয়ে একাধিকবার শক্তি পরীক্ষার মহড়া দেয়। তারই ধারাবাহিকতায় কোন একটি গ্র“প শক্তি পরীক্ষার জন্য রাতের আধাঁরে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটাতে পারে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম বোমা বিস্ফোরনের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর থেকে পুলিশ বোমার আলামত উদ্ধার ও রহস্য উদ্ঘাটনের জন্য চেষ্ঠা চালাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ বোমার আলামত উদ্ধার বা রহস্যউদ্ঘাটন করতে পারেনি।