নিজস্ব সংবাদদাতা ॥ যৌণ হয়রানীর বিচার চাওয়ায় বখাটে ও তার সহযোগীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে স্কুল ছাত্রীর মা পারুল বেগমকে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত বাগধা গ্রামে।
প্রত্যক্ষদর্শী, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের প্রবাসী মোঃ মঞ্জুর রহমান খন্দকারের কন্যা ও বাগধা মডেল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার তুষ্টিকে স্কুলে আসা যাওয়া পথে প্রায়ই যৌণ হয়রানী করে আসছিল একই গ্রামের ছাদেক ভাট্টির পুত্র মাহাবুব ভাট্টি। স্কুল ছাত্রী বিষয়টি তার মা পারুল বেগমের কাছে জানায়। গত রবিবার (৩ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে তুষ্টির মা পারুল বেগম বখাটে মাহাবুরের পরিবারের কাছে যৌণ হয়রানীর বিচার দেয়ার জন্য ওই বাড়িতে যায়। এসময় ক্ষিপ্ত হয়ে বখাটে মাহাবুব ও তার সহযোগী আনিচ, নুরু, সাদেক বাহাদুরসহ ৪/৫ জনে স্কুল ছাত্রীর মা পারুল বেগমের ওপর অর্তকিত ভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় পারুল বেগমকে উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওইদিন রাতেই আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আক্কাস হোসেন জানান, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।