উজিরপুরে কুড়িয়ে পাওয়া বিস্কুট খেয়ে একজনের মৃত্যু ॥ একজন অসুস্থ্য

নিজস্ব সংবাদদাতা ॥ কুড়িয়ে পাওয়া বিস্কুট খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আব্দুল হাই হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছে। গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তার স্ত্রী নুরজাহান নুর বেগম (৫২)। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের হানুয়া গ্রামে।

এলাকাবাসি, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামে বৃদ্ধ আব্দুল হাই হাওলাদার গত ৪ মার্চ বিকেলে বাড়ির পাশ্ববর্তী সন্ধ্যা নদীতে ভাসমান অবস্থায় এক প্যাকেট পাইনএপেল বিস্কুট কুড়িয়ে পায়। রাতে স্বামী-স্ত্রী ওই বিস্কুট খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়। একপর্যায়ে আব্দুল হাই গুরুতর অসুস্থ্য হয়ে ওইদিন রাত এগারোটার দিকে মারা যান। তার স্ত্রী নুরজাহার নুর বেগমকে রবিবার রাতেই মুমুর্ষ অবস্থায় উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উজিপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোখলেচুর রহমান সোহাগ জানান, পানিতে ভিজে বিস্কুটের প্যাকেটি নষ্ট হয়ে বিষক্রিয়া হয়েছে। ওই নষ্ট বিস্কুট খাওয়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আব্দুল হাই মারা গেছে ও নুর বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।