গৌরনদী সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলার দক্ষিন বিজয়পুর ছাত্র সংসদের উদ্যোগে ছাত্র সংসদের খেলার মাঠে বৃহস্পতিবার বিকেলে শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির।
এ উপলক্ষে সমাবেশের সভাপতিত্ব করেন ছাত্র সংসদের সভাপতি মোঃ আমিরুল ইসলাম সিকদার। প্রধান অতিথি ছিলেন পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র মোঃ ফিরোজ রহমান, প্রভাষক মোঃ আলী হোসেন শরীফ।
বক্তব্য রাখেন ছাত্র সংসদের সাধারন সম্পাদক মোঃ আসলাম সিকদার, নাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, দপ্তর সম্পাদক মোঃ নয়ন, কাওছার হোসেন, রাব্বি হাসান প্রমূখ। উদ্ধোধনী ম্যাচে আশোকাঠী একাদশ ও শাওড়া একাদশ অংশ নেন।