নিজস্ব সংবাদদাতা ॥ জেলার মুলাদী উপজেলার রাড়ীবাড়ি বাইতুত তাকওয়া জামে মসজিদের উদ্যোগে ২দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের বয়ান বাদ-আসর মরহুম হাসেম হাওলাদার বাড়ির মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
আজ আলমগীল হোসেন হিরন হাওলাদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসির করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযতর মাওঃ নজরুল ইসলাম জিহাদী (ঢাকা)। বিশেষ বক্তা হিসেবে তাফসির করেন হযরত মাওঃ মোঃ কামাল উদ্দিন (সোনাপুরী), মাওঃ আব্দুন নূর (পিরোজপুরী) ও হযরত মাওঃ আব্দুস ছালাম জিহাদী (মুলাদী)।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ ছত্তার খান । বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডাঃ সৈয়দ জাহিদ হোসেন, উপজেলা আওয়ামীলীগে’র সম্পাদক এ্যাড. আঃ মালেক মিয়া, উপজেলার মাহমুদ জনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন হাওলাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হারুন-অর-রশিদ খান,উপজেলা যুবলীগের আহবায়ক তারিকুল হাসান খান, কৃষকলীগ সম্পাদক মোঃ আলী আকবর মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ বাবুল আকন প্রমুখ।
তাফসিরুল কোরআন মাহফিল পরিচালনা করেন বাইতুত তাকওয়া জামে মসজিদ সভাপতি নিজাম উদ্দিন খান । তাফসিরুল কোরআন মাহফিলে মুসলীম উম্মাহর সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।