নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার হাওলা রেজিষ্টারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ শুক্রবার সকালে শালিস বৈঠকে হামলা ও সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আস্কর গ্রামের অমল হালদারের সাথে পাশ্ববর্তী হাওলা গ্রামের প্রকাশ বিশ্বাসের জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এ ঘটনায় উভয়পক্ষ আদালতে মামলা দায়ের করেন। দু’পক্ষের সিদ্ধান্ত মোতাবেক মীমাংসার জন্য গতকাল শুক্রবার সকালে হাওলা রেজিষ্টারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শালিস বৈঠকের আয়োজন করা হয়। নির্ধারিত শালিসদের অমল হালদার দাওয়াত দিলেও প্রকাশ বিশ্বাস দাওয়াত না দেয়ায় নির্ধারিত শালিসগন ওই শালিস বৈঠকে উপস্থিত হয়নি। এরজের ধরে অমলের পক্ষের উপস্থিত লোকজন শালিস বৈঠকের স্থান ত্যাগ করতে চাইলে প্রতিপক্ষ প্রকাশ বিশ্বাস ও তার সহযোগী জীবন বিশ্বাস ও পরিতোষের নেতৃত্বে ১০/১২ জনে অর্তকিত ভাবে হামলা চালিয়ে কমপক্ষে ১৫ জনকে আহত করে। গুরুতর আহত অজিত হালদার, দিপু মন্ডল, বিমল বিশ্বাস, রমজান খলিফা, অমল হালদার, বিপুল বিশ্বাস, সোহরাব ফকির, কৃষ্ণ বিশ্বাস ও শাহ-আলম হাওলাদারকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।