দুবাই প্রবাসীর স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের অভিযোগ

তখন শাহিদা ম্যানেজারকে চ্যালেঞ্জ করে বলেন, ২৫ ফেব্র“য়ারি তিনি দুবাই থাকার সুবাধে তিনি কি করে টাকা তুলবেন। এরপর ম্যানেজার তার সাথে নানা টালবাহানা শুরু করেন। শাহিদা আরো অভিযোগ করেন, ওইদিন সকাল দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ম্যানেজার ব্যাংকের দারোয়ান হানিফকে দিয়ে ব্যাংকের মধ্যে তাকে অবরুদ্ধ করে ৮০ হাজার টাকা উত্তোলনের চেকে শাহিদার জাল স্বাক্ষরের ওপরে ম্যানেজার শাহিদার একটি স্বাক্ষর নেয়। এসময় ব্যাংকের মধ্যে বসে শাহিদা স্ব-জোরে কান্নাকাটি করলে বন্দরের লোকজন ব্যাংকে জড়ো হয়ে ম্যানেজারের ওপর চাপ প্রয়োগ করে। চাপেরমুখে ম্যানেজার জানান, টরকী বন্দরের কাঠ ব্যাবসায়ী কমলাপুর গ্রামের এছাহাক বেপারীর পুত্র রুহুল আমিন ওই চেক দিয়ে টাকা তুলে নিয়েছেন। পরবর্তীতে ম্যানেজার রুহুল আমিনকে ব্যাংকে ডেকে এনে তার সাথে পরামর্শ করে দুই-একদিনের মধ্যে শাহিদাকে টাকা ফেরত দেয়া হবে বলে জানান। এ ব্যাপারে শাহিদা যেন বিষয়টি কাউকে না জানায় এবং থানা পুলিশের দ্বারস্থ না হয় এ জন্য ম্যানেজার তাকে চাপ প্রয়োগ করেন। দীর্ঘদিনেও টাকা না পেয়ে অসহায় শাহিদা বেগম গতকাল মঙ্গলবার গৌরনদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।