গৌরনদী সংবাদদাতা ॥ অবশেষে মহিলা পুলিশের প্রেমের ফাঁদে গ্রেফতার করা হয়েছে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি জসিম বয়াতীকে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় গৌরনদী পৌর সদরের টরকী বন্দর এলাকায়।
গ্রেফতার অভিযান পরিচালনাকারী গৌরনদী থানার উপ-পুলিশ পরিদর্শক এস.আই ফোরকান আহম্মেদ জানান, গত বছরের ৫ নবেম্বর উপজেলার দক্ষিণ বাউরগাতি গ্রামের আব্দুল কাদের মোল্লার স্ত্রী মিনু বেগমকে অপহরনের পর হত্যা করা হয়। চাঞ্চল্যকর ওই হত্যা মামলার অন্যতম আসামি হচ্ছে একই গ্রামের জনি বয়াতীর পুত্র জসিম বয়াতী (৩০)। মামলার পর থেকে জসিম পলাতক ছিলো। এরইমধ্যে থানার কর্মরত এক মহিলা পুলিশ সদস্যর মাধ্যমে জসিমের সাথে প্রেমের অভিনয় করানো হয়। অবশেষে মহিলা পুলিশের প্রেমের ফাঁদে সোমবার সন্ধ্যায় থানার টরকী বন্দর এলাকা থেকে জসিম বয়াতীকে গ্রেফতার করা হয়।