বরিশালের নৌ ও সড়ক পথের যাত্রা শুরু

নিজস্ব সংবাদদাতা ॥ অবশেষে সোমবার সন্ধ্যার পর থেকে চালু করা হয়েছে বরিশাল-ঢাকা রুটের নৌ ও সড়ক পথের যানবাহন। বরিশাল নৌ-পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক মোঃ মোশারেফ হোসেন বলেন, ঢাকার উদ্দেশ্যে নৌ-বন্দর থেকে ৪টি লঞ্চ ছেড়ে গেছে। বিকেল থেকে লঞ্চগুলোতে যাত্রীরা আসতে শুরু করেছে। রবিবার ঘাট থেকে কোন লঞ্চ না ছাড়ায় সোমবার লঞ্চ ঘাটে যাত্রীদের উপচে পড়া ভীড়ছিলো। বরিশাল নৌ-বন্দর থেকে সুরভী-৭ ও ৮ এবং পারাবাত-২ ও ৭ লঞ্চ ছেড়ে গেছে।

বরিশাল জেলা বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ গোলাম মাসরেক বাবলু বলেন, বিকেলের পর থেকে টার্মিনালের সকল কাউন্টার খোলা হয়েছে। পূর্বের নিয়মে দুরপাল্লার বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। একইভাবে দু’দিন বন্ধ থাকার পর বরিশাল কাওড়াকান্দি রুটের বিআরটিসির বাস ও মাইক্রোবাস সার্ভিস যাত্রী পরিবহন শুরু করছে।