গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজে রোববার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ প্রাঙ্গনে কলেজ অধ্যক্ষ আবদুল মজিদ হাওলাদারের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল-১ আসনের এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, ক্রীড়া কমিটির আহ্বায়ক মোহাম্মাদ নিজামুল হায়দার, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদ নান্টু, কলেজ ছাত্রলীগের সহ সভাপতি লুৎফর রহমান দ্বিপ, সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, ছাত্রলীগ নেতা ইমাদ খান প্রমূখ।