বরিশালে হরতাল সমর্থকদের বাস ও ট্রাকে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ২৪ এপ্রিল ॥ হরতালের তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার ভোর ছয়টার দিকে মহানগর বিএনপির সাধারন সম্পাদক কামরুল আহসান শাহীনের নেতৃত্বে নগরীতে একটি মিছিল বের করা হয়। সকাল সাড়ে নয়টার দিকে পিকেটাররা নগরীর ফজলুল হক এভিনিউতে একটি অটো রিক্সায় অগ্নিসংযোগ করেছে। পুলিশ ওই ঘটনায় দু’জনকে আটক করেছে। গৌরনদী পৌর বিএনপির সভাপতি এস.এম মনির-উজ জামান মনিরের নেতৃত্বে ভোর সাড়ে ছয়টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কসবা এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়েছে। অপরদিকে সোমবার রাতে বরিশালের নথুল্লাবাদ বাসষ্টান্ডে হিমেল পরিবহন নামের একটি বাস ও একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকেরা। রাত সাড়ে এগারোটার দিকে বরিশাল-ফরিদপুরগামী হিমেল পরিবহনে অগ্নিসংযোগ করা হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বাস চালক সোহেল হাসান জানান, হরতালের কারনে দু’দিন পর্যন্ত তাদের বাসটি স্টান্ডেই ছিলো। রাতে একদল যুবক বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। অপরদিকে একই সময়ে সিএন্ডবি সড়কে ইনফ্রা পলিটেকনিক কলেজের সামনে থাকা একটি ট্রাকের পিছনে অগ্নিসংযোগ করে পিকেটারেরা। এসময় চালক দ্রুত ট্রাকটি পার্শ্ববর্তী একটি জলাশয়ে নামিয়ে দিলে বড় ধরনের ক্ষতি থেকে ট্রাকটি রক্ষা পায়।