গৌরনদী প্রতিরোধ দিবস আজ

গৌরনদী প্রতিনিধি ॥ আজ ২৫ এপ্রিল বরিশালের গৌরনদী প্রতিরোধ দিবস। ১৯৭১ সনের এইদিনে পাক সেনারা স্থলপথে বরিশাল অঞ্চলে প্রবেশের সময় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী থানার সাউদেরখালপাড় নামকস্থানে স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পরে।

ওইদিন পাক সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধে গৌরনদীর নাঠৈ গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাসেম আলী, বাটাজোর গ্রামের মোক্তার হোসেন হাওলাদার, গৈলার আলাউদ্দিন সরদার ওরফে আলাবক্স, চাঁদশীর পরিমল মন্ডল শহীদ হন। বরিশাল অঞ্চলে পাক সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের এটাই ছিলো প্রথম সম্মুখ যুদ্ধ, আর এরাই হচ্ছেন প্রথম শহীদ। দিবসটি পালন উলক্ষে সরকারি ভাবে কোন উদ্যোগ নেয়া না হলেও গৌরনদীর বীর মুক্তিযোদ্ধা জনতা ঐক্য পরিষদের উদ্যোগে শহীদদের স্মরনে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে।