আগৈলঝাড়ার কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষন অফিসার খলিলকে অবাঞ্চিত ঘোষনা

গৌরনদী সংবাদদাতা ॥ আগৈলঝাড়া কৃষি অফিসের এসএপিপিওকে অবাঞ্চিত ঘোষনা করেছেন তার সহ কর্মীরা।

জানা গেছে, আগৈলঝাড়া কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষন অফিসার (এসএপিপিও) মোঃ খলিলুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিত্বে গত বুধবার ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন (ডিকেআইবি) ব্যানারে আগৈলঝাড়া শাখার সহ-সভাপতি সুভাশিনি সরকারের সভাপতিত্বে উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে এক সভা আনুষ্ঠিত হয়। সভায় খলিলুর রহমানের বিভিন্ন অভিযোগের কারনে অবাঞ্চিত ঘোষনা করেছের তারই সহকর্মীরা। এসময় তাকে সংগঠনের সভাপতির পদ থেকে বহিস্কার করার সিধান্ত নেয়া হয়। এছাড়াও বরিশাল বিভাগ অঞ্চল কমিটির সদস্য পদ থেকে বাদ দেওয়ার দাবি করে বিভাগীয় অঞ্চল কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসএএও ব্রজেন্দ্র নাথ সরকার, লতিকা রানী হাওলাদার, মোঃ মোজাম্মেল হক মুন্সি, মনোতোষ সরকার, সুরেন্দ্র নাথ হাওলাদার, সুভাষ চন্দ্র মন্ডল, জাফর ইকবাল, অজয় কুমার বিশ্বাস, সুভাশিনি সরকার প্রমুখ। বক্তরা খলিলুর রহমানের  বিষয়ে তদন্ত পূর্বক বদলীসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে খলিলুর রহমান সাংবাদিকদের জানান, একটি সংগঠনের সভাপতি থাকতে তাকে বাদ দিয়ে সভা করা অসাংগঠনিক।