নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ২৭ এপ্রিল ॥ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের রাজাপুর বাজারে গতকাল শুক্রবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান সস্পূর্ন ভস্মিভুত হয়েছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় গ্রামবাসী ও ব্যবসায়ীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও ফায়ার সাভির্স সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভোর রাত সোয়া ৪টার দিকে রাজাপুর বাজারের আব্দুল আজিজের হোটেলের চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসি ও গৌরনদী ফায়ার সাভির্সের কর্মীরা প্রায় দু’ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা জানান, ভয়াবহ অগ্নিকান্ডে হানিফ বেপারীর কম্পিউটার ও মোবাইলের দোকান, আলী বেপারী, ইসমাইল সিকদার, কাবুল হাওলাদার, আরিফ সরদার, আলামীন হাওলাদারের মুদি দোকান, মুক্তিযোদ্ধা মোতালেব খানের ঔষের ফার্মেসী, সিরাজুল ইসলাম ও আজিজের হোটেল, যতীন শীলের সেলুনের দোকান সম্পুর্ন ভস্মিভুত হয়েছে। গৌরনদী ফায়ার সাভির্সের ষ্টেশন ইনচার্জ গোলাম মোস্তফা জানান, অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় ফারুক সরদার, সাইদুর রহমান, শাওন, আবু কালাম, বাবুল হাওলাদার, মাইনুল বেপারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।