নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় একইদিনে গৃহবধুসহ দু’জন রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক ভাবে দু’টি সাধারন ডায়েরী করা হয়েছে।
জানা গেছে, মোবাইল কোম্পানী রবির সাব এজেন্ট গৌরনদী উপজেলার টরকী বন্দরের মিতালী টেলিকম সেন্টারের (এসআর) কালেকশন প্রতিনিধি চাঁদশী গ্রামের সাধন মন্ডলের পুত্র সঞ্জিব মন্ডল (৩০) গত সোমবার আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজারের রবির ফ্লেস্কি লোডের দোকান থেকে টাকা উত্তোলন করে টরকী ফেরার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। গত ৩ দিনেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। অপরদিকে একইদিন আগৈলঝাড়া উপজেলার নাঘিরপাড় গ্রামের হাফেজ খানের কন্যা ও রাংতা গ্রামের ছিদ্দিক আকনের স্ত্রী শারমিন বেগম (২২) বাবার বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এ ব্যাপারে আগৈলঝাড়া থানায় শারমিনের স্বামী ছিদ্দিক ও সঞ্জিব নিখোঁজের ঘটনায় মিতালী টেলিকমের পক্ষে মোস্তফা মনোয়ার হোসেন বাদি হয়ে পৃথক ভাবে আগৈলঝাড়ায় থানায় দুটি ও সঞ্জিবের স্ত্রী সীমা মন্ডল বাদি হয়ে গৌরনদী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।