গৌরনদীর নলচিড়া ইউনিয়নে আ’লীগ নেতা কর্তৃক শিক্ষকের জমি আত্মসাত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কর্তৃক এক শিক্ষকের জমি লিজের নামে আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে। অসহায় ওই শিক্ষক তার পৈত্রিক সম্পত্তি ফেরত পেতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী ওই আওয়ামীলীগ নেতা শিক্ষক ও তার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে।

নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কান্ডপাশা গ্রামের মৃত প্রভাত চন্দ্র কর্মকারের পুত্র স্বর্ণ কুমার কর্মকার অভিযোগ করেন, তার পৈত্রিক ৩৩ শতক সম্পত্তি পাশ্ববর্তী বাড়ির বাসিন্দা ও নলচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রদীপ কুমার নাগ ওরফে দুলু নাগ গত বিশ বছর পূর্বে লিজ নেন। দীর্ঘদিনেও সে লিজের টাকা পরিশোধ না করে নানা তালবাহানা শুরু করেন। গত ৩০ মার্চ ওই সম্পত্তিত্বে প্রভাবশালী আওয়ামীলীগ নেতা দুলু নাগ গাছ রোপন করতে গেলে তিনি (স্বর্ণ কুমার) বাঁধা প্রদান করে। এসময় দুলু নাগ তাকে (স্বর্ণ কুমারকে) বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। উপায়অন্তুর না পেয়ে শিক্ষক স্বর্ণ কুমার কর্মকার তার পৈত্রিক সম্পত্তি ফেরত পেতে গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী আ’লীগ নেতা দুলু নাগ শিক্ষক স্বর্ণ কুমার ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছে। তার অব্যাহত হুমকির মুখে অসহায় শিক্ষক ও তার পরিবারের সদস্যরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।

অভিযোগপ্রাপ্তির কথা স্বীকার করে গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম বলেন, বিষয়টি তদন্তের জন্য সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই নাসির উদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত রির্পোট পাওয়ার পরেই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। দখল ও হুমকির অভিযোগ অস্বীকার করে আওয়ামীলীগ নেতা প্রদীপ কুমার নাগ ওরফে দুলু নাগ বলেন, ক্রয়সূত্রে ওই জমির মালিক ছিলেন আমার পিতা মৃত হীরা লাল নাগ। সে মতে আমি ওই সম্পত্তি ভোগ দখলে রয়েছি। যার রেকর্ডও আমার নামে রয়েছে। তবে ওই সম্পত্তির আংশিক জমি ভিপি বলেও তিনি উল্লেখ করেন।