নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের অভিযোগে বুধবার সন্ধ্যায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী হাকিম খালেদা নাসরিন এ জরিমানা করেন। বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস জানান, সারাদেশে ছয় সপ্তাহব্যাপী ক্রাশ প্রোগ্রামের আওতায় বুধবার ভ্রাম্যমান আদালত নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা বাজারে অভিযান পরিচালনা করেন। সেখানে ১৭টি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রির অভিযোগে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে বাজার পরিচালনা কমিটির সাথে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার না করার অঙ্গীকার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পলিথিন বিরোধী লিফলেট বিতরন ও ষ্টিকার সেঁটে দেয়া হয়। পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন র্যাব-৮ ও পুলিশের পৃথক দুইটি দল। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস, উপ-পরিচালক খোন্দকার মোঃ ফজলুল হক, সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।