নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল র্যাব-৮’র সদস্যরা বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মরন নেশা ইয়াবাসহ দু’সহদরকে আটক করেছে। আটককৃতরা হলো-পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার ইন্দ্রেরকাঠি গ্রামের মোঃ ফরিদ আহম্মেদের পুত্র শফিউল আলম ইমন (৩৫) ও মজিবুল আলম সুজন (৩২)। আটককৃতদের কাছ থেকে ৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার রাতে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠী বাজার সংলগ্ন শাহ আলম মিয়ার বাড়িতে ভাড়া বাসা নিয়ে আটককৃতরা দীর্ঘদিন থেকে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।