নিজস্ব সংবাদদাতা ॥ আউশ ধান চাষে সহায়তার লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার তিন’শ কৃষকের মাঝে বিনামূল্যে আফ্রিকা থেকে আমদানিকৃত খরা সহিষ্ণু বীজ ও সার বিতরন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহআলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, গৌরনদী থানার ওসি আবুল কালাম।
বক্তব্য রাখেন উপজেলা ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, কৃষি কর্মকর্তা রতন কুমার মন্ডল, বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মিয়া, আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মিলন, কৃষক শাহজাহান সরদার প্রমুখ। শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে প্রত্যেককে আট কেজি করে ধানের বীজ, ১৬ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডিএফপি সার, ১০ কেজি এমওপি সার বিতরন করেন।