নিজস্ব সংবাদদাতা ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদের সাবেক সচিবের পুত্রকে অপহরনের পর গলায় রশি পেচিয়ে হত্যার চেষ্ঠা চালিয়ে ব্যর্থ হয়েছে স্থানীয় বখাটে যুবকেরা। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা সচিবের পুত্র নয়ন দাসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক সচিব পতিহার গ্রামের সত্যরঞ্জন দাসের পুত্র নয়ন দাসকে (২৮) বুধবার রাতে একই এলাকার একটি বিয়ের অনুষ্ঠান শেষে কৌশলে অপহরন করে স্থানীয় বখাটে যুবক কৃষ্ণ দত্ত, সজল সরকার, মিলন দত্ত ও তাদের সহযোগীরা। বখাটেরা ওই এলাকার একটি নির্জন পান বরজে পার্শ্বে নিয়ে নয়নের গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় নয়নের ডাকচিৎকারে পাশ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় মুমুর্ষ অবস্থায় নয়নকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। বিষয়টি থানায় অবহিত করা হলেও একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে।