শুভব্রত দত্ত, বরিশাল ॥ দ্বীপ জেলা ভোলায় আগামী ৬ মে (রবিবার) থেকে শুরু হচ্ছে দু’দিন ব্যাপি স্বপ্নধড়া একক আবাসন মেলা চলবে ৭ মে পর্যন্ত। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মাধ্যমে স্থানীয় বাংলা স্কুল মাঠ সংলগ্ন এলাকায় মেলার আয়োজন করা হয়েছে। মেলার প্রস্তুতি এখন শেষ পর্যায়। ধরনীরবুকে স্বপ্নের ঠিকানা স্বপ্নধড়া গড়ে উঠেছে প্রস্তাবিত ৩’শ ফিট ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে। স্বপ্নধড়া এ্যসেট ডেবোল্বমেন্ট লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ-অর-রসিদ বলেন, নগর জীবনের যাবতীয় সুজগ সুবিধা সমৃদ্ধ পরিবেশ বান্ধব এলাকায় বসবাসে স্বপ্নধড়া অঙ্গিকার বদ্ধ আমাদের লক্ষ আবাসন সমস্যা সমাধথানের মাধ্যমে নিরাপদ বাসস্থান নিঃচিত করা। তাই এ মেলার আয়োজন। তিনি আরো বলেন মেলায় প্রথম ২০টি প্লটের জন্য থাকছে বিসশ্বকর অফার। এছারাও থাকছে আর্কষনীয় বিভিন্ন সব অফার।