নিজস্ব সংবাদদাতা ॥ স্ত্রীকে ধর্ষনের অভিযোগে গতকাল শুক্রবার সকালে বরিশাল সদরের কাউনিয়া থানায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছেন ধর্ষিতার স্বামী সুমন হাওলাদার। ওইদিন বিকেলে পুলিশ অভিযুক্ত আসামি একই গ্রামের শামিম হোসেন ও হবিনগর গ্রামের ছাবের আলী হাওলাদারকে গ্রেফতার করেছে।
এজাহারে জানা গেছে, কাউনিয়া থানার শায়েস্তাবাদ চরআইচা গ্রামের সুমন হাওলাদারের স্ত্রী জেসমিন বেগমকে (২৫) দীর্ঘদিন থেকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো একই গ্রামের শামিম হোসেন। বিষয়টি জেসমিন তার স্বামী সুমনকে অবহিত করলে বখাটে শামীম ক্ষিপ্ত হয়। একপর্যায়ে গত ২ মে রাতে শামীম তার সহযোগীদের নিয়ে একাকি ঘরে জেসমিনকে জোড়পূর্বক ধর্ষন করে।