নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-ঢাকা মহসড়কের জয়শ্রী নামকস্থানে শুক্রবার বিকেলে নাম্বার বিহীন পিকআপের চাঁপায় এক কৃষক নিহত হয়েছেন। ঘাতক পিকআপের চালক ও হেলপাড় পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ পিকআপটিকে আটক করেছে।
জানা গেছে, শুক্রবার বিকেল চারটার দিকে বরিশালগামী পিকআপটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের জমিতে উল্টে পরে। ওই জমিতে গরুর জন্য ঘাস কাটতেছিলো পশ্চিম জয়শ্র্রী গ্রামের মৃত কাছেম সরদারের পুত্র আলমগীর সরদার (৫০)। পিকআপের চাপায় কৃষক আলমগীর গুরুতর আহত হয়। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় আলমগীরকে উজিরপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে (আলমগীরকে) মৃত বলে ঘোষনা করেন।