নিজস্ব সংবাদদাতা ॥ সমুদ্র জয়ে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে অসামান্য অবদান ও কৃতিত্বের জন্য আগামি ১৭ মে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে সমুদ্র জয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়া হবে। এ উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যেগে গতকাল শনিবার সকালে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইউসুফ মোল্লা। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা শহীদ পাইক, মাসুদ সেরনিয়াবাত, বরুন কুমার বাড়ৈ, মিন্টু সেরনিয়াবাত, টিটু তালুকদার, সমীর চক্রবর্তী, আবু বক্কর পাইক, সঞ্জয় বিশ্বাস প্রমুখ।