নিজস্ব সংবাদদাতা ॥ বখাটে যুবক কর্তৃক গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে নিজের ইজ্জত বাঁচাতে ওই গৃহবধূ বখাটেকে কুপিয়ে গুরুতর জখম করেছে। এ নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত পশ্চিম মুন্ডপাশা গ্রামে। গুরুতর আহত বখাটে জুয়েল বরিশাল শেবাচিম হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, ওই গ্রামের ওমান প্রবাসী সৈয়দ এনায়েত হোসেনের স্ত্রী শাহানাজ আক্তারকে (২৫) বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নিজ ঘরে ঝাঁপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায় পাশ্ববর্তী বাড়ির মৃত হাবিবুর রহমান হাওলাদারের বখাটে পুত্র জুয়েল হাওলাদার (২৮)। এসময় নিজের ইজ্জত বাঁচাতে গৃহবধূ শাহানাজ ধ্বস্তাধ্বস্তির একপর্যায়ে ডাকচিৎকার শুরু করে ঘরে থাকা দা দিয়ে বখাটে জুয়েলকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে বখাটে জুয়েল পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে থানা পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গৃহবধূ শাহনাজ জানায়, দীর্ঘদিন থেকে মোবাইল ফোনে বখাটে জুয়েল তাকে কু-প্রস্তাব দিয়ে আসছে। এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরীও করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল তাকে ধর্ষণের চেষ্ঠা চালায়। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল গৃহবধূকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে।