নিজস্ব সংবাদদাতা ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রবিবার সকালে বরিশালে আঠারো দলীয় ঐক্যজোটের উদ্যোগে পাল্টাপাল্টি ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা এগারোটায় নগরীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারন সম্পাদক কামরুল আহসান শাহিন, মহানগর যুবদলের আহবায়ক জিয়া উদ্দিন সিকদারসহ অন্যান্যরা। গৌরনদীতে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম মোর্শেদ মাসুদের নেতৃত্বে ত্রিধা বিভক্ত হয়ে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।