নিজস্ব সংবাদদাতা ॥ ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে গতকাল রবিবার সকালে বরিশালে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসনের অয়োজনে অশ্বিণী কুমার টাউন হলে সকাল সোয়া দশটায় মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস.এম আরিফ-উর-রহমান। মেলায় সরকারি ও বেসরকারি সংস্থার ১৩টি ষ্টল অংশগ্রহন করেছেন।