গৌরনদী সংবাদদাতা ॥ কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রিজভি আহম্মেদ ও গৌরনদীর কৃতি সন্তান যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলালসহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল রবিবার গৌরনদী বন্দরে পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ নুরু খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপি নেতা মোঃ কাজী সরোয়ার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সামচুল হক মাতুব্বর, গৌরনদী পৌর যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) ও বরিশাল জেলা উত্তর যুবদল নেতা গোলাম মোর্শেদ মাসুদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাহেব আলী সরদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদ দুলাল আকন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ছরোয়ার ফকির, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সরদার, ১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক খলিল ঘরামী, ২নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ইউনুচ ফকির, সাংগঠনিক সম্পাদক লালু খান, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আক্কেল সরদার, পৌর বিএনপি নেতা নুরুল ইসলাম, মজনু খা, মন্নান বেপারী, লাল মিয়া সরদার, মানিক সরদার, মোসলেম ফকির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম.এ গফুর, পৌর যুবদল নেতা ফিরোজ ফকির, মাসুম হাওলাদার, গিয়াস উদ্দিন, ছরোয়ার মোল¬া, কালাম সরদার, মোশারফ ঘরামী, তোতা কবিরাজ, সুজন ঘরামী, সোহেল ফকির, মামুন খান, ছরোয়ার ফকির, সোহাগ তালুকদার, হালিম সরদার, উপজেলা ছাত্রদল নেতা আল-মামুন খান, পৌর ছাত্রদল নেতা নয়ন মিয়া, বেল্লাল সরদার, পলাশ ফকির প্রমুখ। বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রতাহারের দাবি জানিয়েছেন।