নিজস্ব সংবাদদাতা ॥ বিড়ির ওপর কর প্রত্যাহারের দাবিতে বরিশালে বিড়ি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোমবার সকালে বিক্ষোভ মিছিল ও সমবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
নগরীর সোহেল চত্বরে বেলা এগারোটায় সংগঠনের সভাপতি প্রনব চন্দ্র দেবনাথের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আঃ গনি, আঃ হালিম প্রমুখ। বক্তারা বলেন, এর আগে সরকার কর আরোপ করায় কারখানা বন্ধ হয়ে প্রায় পঁচিশ লাখ শ্রমিক কাজ হারিয়েছিল। ফের কর আরোপ করা হলে বর্তমানে কর্মরত দেশের আরো পঁচিশ লাখ শ্রমিক বেকার হয়ে যাবে। সমাবেশের পর মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেয়া হয়।