খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করায় বরিশালে আনন্দের জোয়ার বইছে। সকাল ১০টা ৩৮ মিনিটে বরিশাল জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফল ওয়েব সাইটে উন্মুক্ত করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
বরিশাল জিলা স্কুল মিলনায়তনে আয়োজিত ভিডিও কনফারেন্সে বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরন, সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। পরীক্ষার্থীদের পক্ষে জিলা স্কুলের ছাত্র শাহেন শাহ রিয়াজ কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রীকে বলেন, “আপনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছেন বলেই আজ আমরা তৃণমূল থেকে আপনার সঙ্গে কথা বলতে পেরেছি”। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মানিছা জাহান বলেন ‘আপনার কারনে আমরা বছরের শুরুতেই নতুন বই পেয়েছি, তাই আমরা আপনাকে ভাল ফলাফল উপহার দিতে পেরেছি’। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী কাছে দোয়া চেয়ে বলেন, ‘আপনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা দেশ গড়ার কারিগর হতে চাই’। ওই তিন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরা উদ্দেশ্যে বলেন, ‘বরিশাল একসময় শষ্যভান্ডার হিসাবে খ্যাত ছিল। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার দাযিত্ব বর্তমান সময়ের শিক্ষার্থীদেরই নিতে হবে।’
এরআগে প্রথমেই বরিশাল বোর্ডের পুরো ফলাফল প্রধানমন্ত্রীকে অবহিত করে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম আরিফ উর রহমান। পরে পর্যায়ক্রমে মেয়র শওকত হোসেন হিরন, সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস, বিভাগীয় কমিশনার আবু হেনা মোঃ রহমাতুল মুনীম, জিলা স্কুলের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর আলী, বরিশাল টেকনিকাল স্কুলের প্রধান শিক্ষক সেলিম মৃধা প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে অংশগ্রহন করেন। প্রায় ২০ মিনিট প্রধানমন্ত্রীর সাথে বরিশাল জিলা স্কুল মিলনায়তনে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
পরে এসএসসি পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ্ আলমগীর। এ বছর ৬৩ হাজার ৩৭৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। এদেরমধ্যে পাস করেছে মোট ৫৫ হাজার ১১৭ জন। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৬ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭’শ ৩০ জন শিক্ষার্থী। পরীক্ষা নিয়ন্ত্রক শাহ্ আলমগীর জানান, এবারেই সর্বপ্রথম এ বোর্ডে কোন বিদ্যালয় অকৃতকার্যের তালিকায় শূণ্য অবস্থানে নেই। তিনি আরো জানান, বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে সকল পরীক্ষার্থীই জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থানে রয়েছে। বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে জিলা স্কুল।