আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল – অনিদৃষ্টকালের জন্য ক্লাশ বর্জনের ঘোষনা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সোমবার সকালে বিক্ষোভ মিছিল করে অনিদৃষ্টকালের জন্য ক্লাশ বর্জনের ঘোষনা দিয়েছেন। স্কুলে অযোগ্য শিক্ষক নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীরা এ কর্মসূচী শুরু করেছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খালেক শিকদার, প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যরা ওই স্কুলের সমাজ বিজ্ঞান শাখায় অযোগ্য শিক্ষক রাজাপুর গ্রামের বনানী অধিকারীকে নিয়োগ দেয়। ওই শিক্ষিকা নিয়োগপত্র পেয়ে গতকাল সোমবার সকালে স্কুলে যোগদান করতে এলে এলাকার অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভে ফেঁটে পরে। একপর্যায়ে শিক্ষার্থীরা স্কুল ক্যাম্পাসে ওই শিক্ষিকার যোগদানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। পরে তারা অযোগ্য শিক্ষক নিয়োগের প্রতিবাদে অনিদৃষ্টকালের জন্য ক্লাশ বর্জনের ঘোষনা করেন।

সূত্রমতে, এর পূর্বে বনানী অধিকারী কোটালীপাড়ার রাজাপুর, নারায়নখানা, শুয়াগ্রাম, বান্ধাবাড়ি, ঠাকুরবাড়িসহ বিভিন্ন স্কুলে পরীক্ষা দিলেও ওই সকল পরীক্ষায় সর্বোচ্চ ১০ এর বেশি মার্ক পায়নি। এ অযোগ্য প্রার্থীকে পয়সারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা মোটা অংকের অর্থের বিনিময়ে নিয়োগ দিয়েছেন।

এ ব্যাপারে প্রধান শিক্ষক মিজানুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় দেয়ার সাথে সাথেই ব্যস্ততার কথা বলে তিনি মোবাইলের লাইনটি বিচ্ছিন্ন করে বন্ধ করে দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেনের বলেন, বিক্ষোভ ও ক্লাশ বর্জন সম্পর্কে আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও তিনি উল্লেখ করেন।