গৌরনদী সংবাদদাতা ॥ বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উত্তর জেলা বিএপি’র সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সমর্থিত গৌরনদী উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের একাংশের নেতা-কর্মীরা রবিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সভা করেছেন।
গৌরনদী বাসষ্ট্যান্থ বিএনপির কার্যালয়ের প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহিলা দল বরিশাল সদর উত্তর জেলা আহবায়ক তাছলিমা বেগম, বিএনপির নেতা আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন ফকির, তাইফুর রহমান কচি, আলাউদ্দিন বেপারী, দুলাল আকন, আমীর ফকির, আঃ রব সরদার, যুবদল নেতা জাকির শরীফ, মোঃ ফরিদ মিয়া, মোঃ ফারুক সরদার, মোঃ খলিল মোল্ল¬া, যুগ্ম আহবায়ক, এম.এ গফুর, স্বপন সরদার, মোঃ রকিব গাজী, হোসাইন তুষার, মানিক মৃধা, সামসু সরদার, মিন্টু সরদার, হানিফ বেপারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রিয়াজ উদ্দিন ভুইয়া, পৌর ছাত্রদলের আহবায়ক মোল্ল¬া মাহফুজ, যুগ্ম আহবায়ক জাফর খান, মিরাজ সিকদার, সিহাব উদ্দিন খোকন, তাছির মৃধা, বাচ্চু সিকদার, কিবরিয়া, ইমরান, রাসেল, সবুজ সরদার, ইয়াকুপ হাসান প্রমুখ।